১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

Sharing is caring!

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

চট্রগ্রাম আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম দেবী রানী (৪৫)। উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাহাড়ে অবস্থান নেয়া হাতিগুলো লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করলে এলাকার লোকজন তাড়ানোর জন্য বের হয়। এ সময়ে দেবী রানী ঘরে সামনে হাতির পায়ে পিষ্ট হয়। তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি ওই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।