Sharing is caring!
বিশেষ প্রতিনিধি : বোরহানউদ্দিন মনিরাম টবগী কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র কাচিয়া ১নং ওয়ার্ডের বিল্লাল সিকদারের ছেলে নুর মোহাম্মদ রবিন (১৪) চট্রোগ্রাম নানা বাড়ীতে বেড়াতে গিয়ে ১৮-৬-১৯ তারিখ সন্ধ্যায় অপহরণ হয়। অপহরণকারীরা রবিনের পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে ৯০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত টাকা না দিলে রবিন কে মেরে ফেলার হুমকি দেয়। এতে বিকাশে ১০ হাজার টাকা অপহরনকারীদের দেয়া হয়। ওই বিকাশের নাম্বার এবং অপহরণকারীর নাম্বারের মাধ্যমেই অপহরণের ৫ দিন পর আজ রাত ৯টায় হবিগঞ্জ থেকে রবিন কে উদ্ধার করেছে র্যাব-৯। এসময় র্যাব মূল হোতা কাউসার কে আটক করতে সক্ষম হয়েছে। এসকল তথ্য নিশ্চিত করেন কাচিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নিজাম উদ্দিন সিকদার।