Sharing is caring!
ডা.মিজানুর রহমান মাওলার কবিতা-
“আমিতো আমার না”
আমিতো আমার না যে-
তবুও আমার বলে চলি,
জন্ম থেকে অদ্যাবধি যদি
ভাবনা টুকু শুধু বলি।
আমিতো অপাদার্থ শূন্যে ছিলাম
কিছুই ছিলাম না,
প্রাণীর সেরা মানুষ বানালেন
আল্লাহ্ পাকের দয়া।
আমি আল্লাহর বান্দা নবীর উম্মত
জন্ম থেকে পেলাম ঘোষণা,
যতই আমি আমার বলে চলি
আমার তো হবো না।
শিশু ছিলাম ভালোই ছিলাম
মাতা পিতার আদরে,
বাবার কষ্টে ভোজন বিলাস
মা রেখেছেন উদরে।
বাবা মায়ের সন্তান আমি
আমার বলি কি করে,
ভ্রাতা ভাগ্নি স্বজন যতো
সম্পর্কে নিচ্ছে তাদের করে।
ধর্মে কর্মে হইলাম বড়ো যতো
দাম্পত্য জীবনে আমি স্ত্রীর,
সংসার জীবন পরিচালনায় যে
আমিও বাবা সন্তানের।
স্ত্রী সন্তান ওলিওয়ারিশ কতো
আমিতো সংসারের সবার,
ঘর বাড়ি জায়গা জমি
ধনদৌলত বলি আমার।
কিন্তু কোথায় বিদায়ের বেলায়
ভাগাভাগিতে আমি পর,
আমার পরিশ্রমের কিছুই থাকেনা
তখন যেনো আর।
এরকম প্রাচিত্ত দেখেছি বারবার
তাহলে আমি কার?
আমিতো আমার না সংসারে
কর্মগুনে হইলাম সবার।
আমার বলে নেই যে কিছু
নিচ্ছি শুধু আমার করে,
বিদায়ের বেলা খালি হাতে
চলছি আমি একা কবরে।