Sharing is caring!
নরেন্দ্র মোদী ● ইন্টারনেট
টি. আই. অশ্রু, অভিযোগ প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ উপলক্ষে ১৭ মার্চ (মঙ্গলবার) ঢাকায় আসবেন তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।
নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জিসহ নানা ইস্যুতে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই মোদীর ঢাকা সফর দু’দেশের সম্পর্কোন্নয়নে আরও এক ধাপ এগুবে বলে ধারণা করা হচ্ছে।
২০ জানুয়ারি (সোমবার) গালফ নিউজকে দেয়া সাক্ষাতকারে সিএএকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।