১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ

Sharing is caring!

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯.৫০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের এই তিন প্রবাসীর ব্যাগেজ তল্লাশি করে সিগারেটের এই চালান উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। এর মধ্যে ৩০৩ কার্টন ডানহিল এবং ২২৩ কার্টন ৫৫৫ ব্যান্ডের সিগারেট রয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. নেজাম উদ্দিনের কাছ থেকে ১৩৫ কার্টন, লোহাগাড়া উপজেলার মো. মামুনুর রশীদের কাছ থেকে ১৩১ কার্টন এবং চন্দানাইশ উপজেলার মোহাম্মদ হাসানের কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট পাওয়া যায়।
উদ্ধার করা সিগারেট জব্দ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।