Sharing is caring!
ডা.মিজান মাওলার কবিতা-
মানবতার দ্বায়
রচনা কাল- ১৬/১০/১৯ই
মেহেদী পাতার মত আমি মিশে আছি লোকালয় সমাজের প্রতিটি মানুষের পাশে,
আসলে ভিতরটা ঠিক ক্ষত বিক্ষত হয়েও সময় শ্রমে অপেক্ষায় সেবার কাছে।
আমি জাতি জ্ঞ্যাতী ভাবে মাতৃভাষায় বাঙালি আমার চাওয়া পাওয়া শুধু ছয়টি ঋতুর কাছে,
আমি জানি এ প্রাপ্তি শোধ হবেনা কিছুতেই তবুও খুঁজে বেড়াই মানবতা কোথায় আছে।
প্রাণী বলতেই দেখি পরিবর্তনশীল তবে আমিতো সবার উর্ধ্বে মানুষ,
আমার আছে সংসার আর আত্মীয়তার বন্ধন আছে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আছে হুশ।
আছে ক্ষুধা আছে স্বাদ আছে রুপের চাকচিক্য তার মোহনীয় ঘ্রান,
আছে চাওয়া পাওয়া প্রাপ্তিতে অনাকাঙ্ক্ষিত ঘার্তি আছে উঁচু নিচু আর সাদা কালোর ব্যবধান।
আমি চাই সময়ে ও শ্রমে অর্থ ও জ্ঞানের পরিক্রমায় স্ল্যাণ হোক আমাদের মান,
আমি আজ মানবতার দ্বায় জানতে চাই
কি হয়েছে তোমার কেন করেছো নৈতিকতার ক্ষয়?
তোমার হাতে কেন হবে মানুষত্ব্যর খুন
কেনো ঝরাবে রক্ত দুর্নীতিতে হবে কেনো মানুষ হ্যাঁয়?
তুমি তো রুপে গুনে মানুষ ভুবনের অবয়ব ক্লান্তিকর হয়ে উঠো আজ মানবতার সমীক্ষায়।
তুমি আনুগত্যের অনুসারী হয়ে মানবতার দিশারী কে অন্বেষণ করো নিজ মুগ্ধতায়,
তুমি অনুকরণ করো দেশের রচিত আইনের বিধান এসো বিবেকের সমন্বয়।
তুমি মানবতার দ্বায় মুক্ত হবে আজ সকল পাপাচার থেকে হিতৈসিদের প্রেরণায় প্রাণ,
মানবে তুমি সকল সৃষ্টির শ্রষ্টার দেয়া পরিলক্ষিত করবে ধর্মে কর্মে মানবে সংবিধান।