২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শক্তিশালী একাধিক শৈত্য প্রবাহ ধেয়ে আসছে উত্তর সৌদি আরবে

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
শক্তিশালী একাধিক শৈত্য প্রবাহ ধেয়ে আসছে উত্তর সৌদি আরবে

Sharing is caring!

মনির সরকার সৌদি আরব প্রতিনিধি

শক্তিশালী একাধিক শৈত্য প্রবাহ ধেয়ে আসছে উত্তর সৌদি আরবে ! ইতিমধ্যেই এখানে প্রচণ্ড শীত পড়েছে। সাথে আছে শক্তিশালী শীতল হাওয়া। প্রধানত উত্তর সৌদি আরবে এই শীতের প্রকোপ দেখা যাবে । প্রখ্যাত আবহাওয়াবিদ মুয়াদ আল আহমাদি এই শৈত্য প্রবাহ বা কোল্ড ওয়েভকে নামকরন করেছেন “মুকারকা-আল বাইবান” । সূত্র সৌদি গেজেট ।

শক্তিশালী একাধিক শৈত্য

তাঁর মতে ইতিমধ্যেই শুরু হওয়া শক্তিশালী এই শৈত্য প্রবাহ কমপক্ষে দুই সপ্তাহ বা তাঁর বেশী থাকবে। তিনি আরো বলেন এই বিরূপ আবহাওয়া থেকে নিরাপদে থাকতে সবাইকে অবশ্যই ভাল প্রস্তুতি নিতে হবে।

প্রথম শৈত্য প্রবাহটি শুরু হয় গত মঙ্গলবার। বুধ এবং বৃহস্পতিবার এটি বিরূপ আকার ধারন করে। তারপর শুক্রবারে শীত কিছুটা কমে যায়। এরপর দ্বিতীয় শৈত্য প্রবাহটি গত শনিবারে শুরু হয় যা প্রচণ্ড শক্তিশালী। এটি এখনো চলছে এবং ধারনা করা যাচ্ছে এটি এই সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত থাকবে।

আল আহমাদির মতে দুটি মেরু-নিম্নচাপ আরব উপদ্বীপে আঘাত হানার কারনে ২১ জানুয়ারি থেকে তুষারপাত এবং মাঝারী বৃষ্টিপাত হচ্ছে উত্তর সৌদি আরবের আরার, কুয়ারায়াত এবং আল জউফে ।

এছাড়াও সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে শুধুমাত্র উত্তরেই নয় ,তুষারপাত এবং শৈত্য প্রবাহ আরো প্রকট ভাবে সৌদি আরবের সকল অঞ্চলেই আঘাত হানবে।