১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় ডিবিপুলিশের সাড়াশি অভিযানে ১৫পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যাবসায়ী আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
ভোলায় ডিবিপুলিশের সাড়াশি অভিযানে ১৫পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যাবসায়ী আটক

Sharing is caring!

টিপু সুলতান ভোলা জেলা প্রতিনিধি

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান সারাদেশে ন্যায় ভোলায় বিত্তহীনতা ভাবে চলছে পুলিশের মাদক নিমূল অভিযান বেশ সুকৌশল পরিচলনা করা হয়।

মাদক বিরোধী প্রতিটি অভিযান। এরই ধারাবাহিক তারা মাদক সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটকের মধ্যদিয়ে আরেও একটি মাদক বিরোধী, অভিযানে সফল হয়েছে।

ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গটনা সৃত্রে জানাযায় রবিবার ২৬/০১/২০২০ ( ২৬ ই জানুয়ারী) বিকাল ৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা (ডিবি) ওসির নির্দেশে, গোয়েন্দা শাখার এস আই নাফিউল ইসলাম সংগীয় ফোর্স সহ ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ০৫নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মোসা: রাবেয়া (৩০) স্বামী -মো: কালাম সাং পৌর ৬নং ওয়ার্ড ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
মামলা প্রক্রিয়াধীন।