২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জীবনের প্রেমপ্রীতি | কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
জীবনের প্রেমপ্রীতি | কবিতা

Sharing is caring!

– ডা.মিজান মাওলা

হৃদয়ের ফুলদানিতে তুমি নিত্য অভিনব,
ভালোবাসা দিশেহারা নিত্য বিলাই সব।
তোমার কাছে আছে দাবি আমার জীবন সব,
যেথায় সেথায় মানবে হুকুম বলো মুখে রব।
অভিনব প্রেম প্রীতি জীবন যথায় রীতিনীতি,
আগলে রাখো জীবন দশায় বাস্তবমুখী স্মৃতি।
কিসের বলে কিসের দলে ছলচাতুরি যেকরছো চলে,
নেইতো আমার ঠাঁয় ঠিকানা অজানা দেশ বলে।
ধর্মে কর্মে রাখবে ধরে সাজিয়ে সময়ের প্রহর,
উঁচু নিচু সাদা কালো মাটির নিচেই ঘর।
কিসের টানে করছো বড়াই চোখ তাকিয়েই দেখো,
পথের দিশায় জীবন চলে স্মৃতি এঁকে রাখো।
মোরমুহামান মানুষ তুমি নিখিল ধরার ছবি,
নিত্য প্রেমের উদাস আমি কলমেই কবি।
চলনবলন কলাকৌশল মানবজাতির ভার,
লেনাদেনার হিসাবহবে আচার বিচার।