Sharing is caring!
রাকিবুল হাসান (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রাম থেকে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুর হাসান ওরফে সৈকত (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত পুলিশ কনস্টেবল মাহমুদুর হাসান সৈকত উপজেলার জামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াড ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ ওরফে মনু’র ছেলে। তিনি নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত (কনস্টেবল নং ৫১৬) রয়েছেন।
শনিবার বিকালে আটকৃত ওই পুলিশ কনস্টেবলকে গাজীপুর আদালতে প্রেরণ করেন থানা পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল মাহমুদুর হাসান এলাকায় এসে বিভিন্ন অপকর্ম করতো। তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারি, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় এ সময় গোপন সংবাদের বৃত্তিত্বে জানতে পারে ওই পুলিশ কনস্টেবল ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করছে আসছে। পরে পুলিশ তার মাদক বিক্রির আস্থানায় অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার) জানান, জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রাম থেকে মাহমুদুর হাসান সৈকতকে আটক করে এবং তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ঘড়ে সুকেছের ড্রয়ার থেকে একটি চায়না বুলেট উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
তিনি আরও জানান, ওই কনস্টেবলের অত্যাচার এলাকার মানুষ অতিষ্ট্য। সে পুলিশের হাতে আটক হওয়ায় গ্রামের মানুষ স্বস্তি পেয়েছে। পরে গ্রামের শত শত মানুষ আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন।
আটককৃত মাহমুদুর হাসান সৈকত নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। তবে সে গত আট মাস যাবৎ পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন না করে তার গ্রামের বাড়িতে থাকতো।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক জানান, কনস্টাবল মাহমুদুর হাসান সৈকত কে ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।