Sharing is caring!
ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ– গত ২৪/০১/২০২০ইং সিলেট মেজরটিলা এলাকায়, সিলেট জেলা হিন্দু পরিষদের নেতা ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি বিষু দেব নাথের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে মহানগর সেচ্চাসেবকলীগের সদস্য আমীর আলী সহ গং কয়েকজন। ১৯শে জানুয়ারী রবিবার সন্দ্ব্যা ০৭ ঘটিকায় সিলেট শহরতলীর মেজরটিলা, ইসলামপুর, নাথপাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারী দুর্বৃত্তের চাকুর আঘাতে বাম হাতের দুটি রোগ কেটে যায়। দ্রুত তাহাকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিষু দেব নাথ শাহপরান থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে মামলার ২নং আসামীর বড় ভাই রাসেল আহমদ হুমকি দেন।
বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপওাহীনতায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের দৃষ্টিটি আকর্ষণ করে বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই হামলাকারী সন্ত্রাসীদের আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ।