Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় গাঁজাসহ যুবক আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (২২ জানুয়ারি) ১১:২০ ঘটিকায় ও ০৫:০৫ ঘটিকার সময় সদর উপজেলার মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন ও মডেল থানাধীন শিবপুর ইউনিয়নে আটক করা হয়।
আটককৃত দুই কিশোর হলেন,এসআই মো: আবু জাফর বিশ্বাস সংগীয় ফোর্স ,জেলা ভোলা গোয়েন্দা এর নেতৃত্বে । ১/মো: তরিকুল ইসলাম রিপন (৩৫) পিতা- মৃত তোফায়েল আহম্মেদ তালুকদার সাংদক্ষিণ বাপ্তা ০৪ নংওয়ার্ড থানা- ও জেলাাকে ২০( বিশ) গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয় এবং
এসআই মো: হাবিবুর রহমান সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা এর নেতৃত্বে । মো: মমিন (২৩)) পিতা- মো: মোনতাছিন বিল্লাহ সাং মধ্যরতনপুর ০৮নংওয়ার্ড থানা- ও জেলা ভোলাকে ১৫ ( পনের) গ্রাম গাজাসহ গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে বলেও জানান তিনি।