Sharing is caring!
আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
বাইরে ফিটফাট, ক্রেতাদের বসার স্থানও পরিচ্ছন্ন। তবে অন্দরমহলের চেহারা ভিন্ন। ফ্রিজ খোলে দেখা যায় আগের দিনের রান্না করা বিরিয়ানি, জর্দা, মেয়াদোত্তীর্ণ ক্যানড ক্রিম, মেয়াদোত্তীর্ণ দুধ।চট্টগ্রাম নগরীর কমার্স কলেজ রোডে শেফ টুডে নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে এমন চিত্র পেল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শেফ টুডে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।