১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

মহেশখালীতে পুলিশের হাতে আটক অস্ত্র কারিগর

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
মহেশখালীতে পুলিশের হাতে আটক অস্ত্র কারিগর

Sharing is caring!

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আবদুর রহিম প্রকাশ মালেক নামের এক অস্ত্র কারিগরকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে পানির ছড়ার গহীন অরণ্য থেকে তাকে আটক করা হয়।
আটক মালেক পানিরছড়া গ্রামের গুরা মিয়ার ছেলে। এ সময় তার কাছে পাওয়া যায় ৬৫টি গুলির খোসা, কার্তুজ, রাইফেলের গুলি ও অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্চাম।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‌‘গত ২৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদসহ ৯৬ জন সন্ত্রাসী ও জলদস্যু আত্মসমর্পণ করে। আর যারা আত্মসমর্পণ করেনি তাদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।