Sharing is caring!
অপেক্ষা ——-
-_-_-_-_- কৃষ্ণা শর্মা -_-_-_-_-
মানব জাতি অপেক্ষা পছন্দ করে না,
তবু তাকে অপেক্ষা করতে হয়।
ঠান্ডা বাতাস তোমার মনের জানালায়,
একটু বৈইতে দিবে কি আমায়-???
নাকি অপেক্ষা সহিতে হবে-??/
এক মুঠো দেখবো বলে অপেক্ষায় ছিলাম,
তুমি লুকিয়ে মিট মিট করে হাসবে-!!!
চোখের পাতা না ফেলে চেয়ে চেয়ে দেখবো আমি,
সেই মিসকি হাসি-।
এক পলক তোমায় দেখলে ভরে মন,
আদর করে ডাকো যখন ওরে সোনা শোন-।
মনের পিঞ্জিরায় বেজে উঠে,
সেই ঘন্টা, না থামার-।
(মাঝেমাঝে)
মাঝেমধ্যে শ্বাসরুদ্ধ হয়ে পরি আমি,জানো-
কেমন আছো-এই ভেবে!!!
মস্ত বড় ভালো আছো মনে হয়,
ভালোই থেকো-।
আমি তোমার এই ব্যস্ত শহরের,
আনাচে-কানাচে খুঁজে ফিরি প্রতিনিয়ত-
খুঁজতে খুঁজতে কখনো কখনো,
পথিমধ্যে আবার হঠাৎ-হঠাৎ হুঁচট খাই~
কত মানুষের কত ভাষা,কত কথা যে,
আমায় শুনতে হয়-
তবুও থমকে যাই নি আমি,
পুনঃরায় পথ ধরে চলি-।
তোমাকে খুঁজার ছলেই,
প্রতিনিয়ত যাযাবরের মতো-।
দুনিয়া আমায় পাগল বলে,
কোথায় তুমি-হে কবিতা-???
(কোথায়)
দৃষ্টি ঘর্ষণের আকর্ষণ বিকর্ষণ হারিয়ে ফেলেছি-!!!
তবুও তোমায় খুঁজি-ক্লান্ত আমি-।
ওই লালচে ফুল গুলোও তোমায় খুঁজছে,
ওই নীল আকাশ প্রখর আলোয়!
অপেক্ষা করছে-।
যৌবনপোড়া মরাকাঠ দেহখানি নিয়ে–
কত খুঁজি আর তোমায়-স্বাদের
অভিজাত যায় ক্ষয়ে-!!!
হতাশা আর নিরাশার মেঘে ঢেকে গেছে-
ঝড়াপাতা আর শিউলি ফুলের মতো
ঝড়ে পরেছে মনের মঞ্চ-।
(বিরক্তিকর)
আমার কালো কেশ গুলো ফ্যাকাসে ধারণ-
না জানি অপেক্ষা করতে বিরক্ত হচ্ছে-।
অপেক্ষার প্রহর যে আর সহে না-
কি করে বুঝায় তোমায়-!!!
পথের দিশা হারিয়ে ফেলেছি,
চলে যাবো আমি না ফেরার দেশে-!!!
তোমার তুলনা হয়না কারো সাথে,
তাই পথ হারিয়ে গেছে,যায় নি
আমি হেরে-।
অনবরত খুঁজে ফিরি পাইনা তবুও-
অপেক্ষার আর সহ্যশক্তি যে হয়না-।
দিয়ে দাও দেখা-
কোথায় আছো লুকিয়ে–কবি-।
অপেক্ষা যে কত অসহ্যকর,
জানো না কেন তাহা-।
২১/০১/২০২০খ্রিঃ