৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুয়েতে নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

অভিযোগ
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
কুয়েতে নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েতের নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন দেশটির জাতীয়তাবাদী দলের কুয়েত মহানগর কমিটির নেতা-কর্মীরা।

শুক্রবার (১৭ই জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির গুলশান হোটেলে আয়োজিত সংবাদ সlবক্তব্য পাঠ করে শুনান বিএনপি কুয়েত মহানগর কমিটির সভাপতি মোশারেফ হুসেন জনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মহানগর কমিটির নেতা, হানিফ মজুমদার, আব্দুল মতিন, বিলাল হুসেন ভুঁইয়া, মোঃ মিজান, আনোয়ার হুসেন গাজীসহ অর্ধশতাধিক নেতা-কর্মীরা।

বিএনপি কুয়েত মহানগর কমিটির সভাপতি, মোশারেফ হুসেন জনি সংবাদ সম্মেলনে বলেন, কুয়েত মহানগর কমিটির প্রায় দেড় শতাধিক জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী নেতা-কর্মীদেরকে বাহিরে রেখে সম্প্রতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক কুয়েতের অনুমোদিত আহ্বায়ক কমিটি অগ্রহণ যোগ্য।
এর কারণ হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং কুয়েত বিএনপির সঙ্গে প্রায় শুরু থেকে সংশ্লিষ্ট এমন বেশ কিছু নেতা-কর্মীদেরকে উক্ত আহ্বায়ক কমিটিতে সঠিক মূল্যায়ন করা হয়নি।

কুয়েত বিএনপির আহবায়ক কমিটি গঠনে স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রীতির অভিযোগ তুলে মোশারেফ হুসেন জনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করছি, এবং ভবিষ্যতেও করে যাবো, কিন্তু সাংগঠনিক অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান অনড়।

এদিকে, কুয়েত বিএনপির মহানগর কমিটির নেতা-কর্মীরা ঢাকা কেন্দ্রীয় কমিটি কতৃক নবগঠিত কুয়েত বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন এর মাধ্যমে ত্যাগী নেতা-কর্মীদেরকে মূল্যায়ন করার জোর দাবি জানান।

উল্লেখ্য, কুয়েত বিএনপি দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপে বিভক্ত ছিল।
আর এই গ্রুপিং এর রাজনীতি নিরসনের লক্ষ্যে কুয়েত সফরেও এসেছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্যে বিএনপির সমন্বয়ক, সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।

অবশেষে কিছুদিন আগে কুয়েত বিএনপির নানা ইস্যু ও আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কুয়েত বিনএনপির প্রবাসী নেতা-কর্মীদেরকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে একটি মিটিং করেন মধ্যপ্রাচ্যের নেতা আহমদ আলী মুকিব।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক অনুমোদিত কুয়েত বিএনপির তথা কথিত আহবায়ক কমিটি প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031