Sharing is caring!
কৃষ্ণা শর্মা-কমলগঞ্জ (উপজেলা) প্রতিনিধি:-
আদমপুর ইউনিয়নের তেতইগাঁও ফুটবল মাঠে আজ ১৭ জানুয়ারি রোজ শুক্রবার বিকেল সাড়ে তিন ঘটিকায় উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪ টা ২৫ মিনিটে খেলা শুরু হয়।
কমলগঞ্জ মডেল হাই স্কুলের শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সভাপতিত্বে ও খান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় উক্ত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক রফিকুর রহমান।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান,আবদাল হোসেন,চেয়ারম্যান আদমপুর ইউনিয়ন পরিষদ।
উদ্বোধনী খেলায় ভানুবিল শাখা ১ গোল ও
স্বাগতিক তেতইগাঁও শাখা ১ গোল সমতা নিয়ে খেলাটি শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।