Sharing is caring!
এস এম শহিদুল ইসলাম(বাবলু),স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া বাজারে আইন শৃঙ্খলা মিটিং এর নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
বাঁকড়া বাজারের বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ দপ্তরী ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাঁকড়া বাজারে ৮০০ – ৯০০ ছোট বড় দোকান রয়েছে, দোকানদারদের কাছ থেকে জানা যায় প্রত্যেক দোকান থেকে ১০০-২০০এবং ৫০০ টাকা করে আইন শৃঙ্খলার মিটিং নামে চাঁদা নিয়েছেন এই আইন-শৃংখলার মিটিং নামে বাজারের এক দোকানদার (নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেন প্রত্যেক দোকান থেকে ১০০ – ২০০ বা তারও বেশি ৫০০ টাকা পর্যন্ত চাদা নেওয়ার কথা জানিয়েছেন।
আর যারা বাঁকড়া বাজারের বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে ১৫০০ টাকা নিয়েছে বলে ও অভিযোগ উঠেছে।
অনেক চায়ের দোকানে সাধারণ মানুষের মুখ থেকে শোনা যায় আইন শৃঙ্খলার মিটিং পুলিশ প্রশাসনদের মিটিং তারাই করবে, কিন্তু বাঁকড়া বাজার কমিটি আইন-শৃংখলার মিটিং করবেন কেন? বলে বাজার থেকে লাখ লাখ টাকা চাঁদা উঠাচ্ছেও বা কেন? সাধারন ব্যবসায়ীসহ উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগন।
একজন বাঁকড়া বাজারের সাধারণ মানুষ ( নাম প্রকাশে অনিচ্ছুক) বললেন বাঁকড়া বাজারের ৮০০-৯০০ বা ছোট বড় মিলে তার ও বেশী দোকান রয়েছে, প্রত্যেক দোকান থেকে গড় ২০০( দুই শত ) টাকা করে উঠালে (২০০ × ৯০০= ১,৮০,০০০ ৳) (একলক্ষ আশি হাজার ) টাকা হয়।
এত টাকা একটা আইনশঙ্খলা মিটিং করতে লাগে আমরা জানতাম না এটা আইন শৃঙ্খলা মিটিং এর নামে চাঁদাবাজি করা হচ্ছে।এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করা হচ্ছে,এই আইন শৃঙ্খলা মিটিং ৬ ই জানুয়ারীতে হওয়ার কথা ছিল,হয় নাই পরবর্তী তে ১২ ই জানুয়ারিতে হওয়ার কথা বললেও হয়নি,কিন্তু অনুষ্ঠানই হয় নাই,এখন শোনা যাচ্ছে ১৯ শে জানুয়ারীতেই এমপি সাহেব নিজেই তারিখ টা নির্ধারণ করে দিয়েছেন বলে জানা যায় ।
জনগন উর্ধ্বতন কতৃপক্ষের নিকট ফেসবুকে আবেদন ও করেছেন যাহা সরাসরি তুলে ধরা হল।