Sharing is caring!
অভিযোগ প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে আজও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক সপ্তাহের তুলনায় আজ কুয়াশার পরিমাণ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।
এর আগে, গত ১৩ ও ১৪ জানুয়ারি ঘন কুয়াশার কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।