২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কেউ ডিস্টার্ব করছে? নিমিষেই বের করুন তার তথ্য

admin
প্রকাশিত জুন ২২, ২০১৯
কেউ ডিস্টার্ব করছে? নিমিষেই বের করুন তার তথ্য

Sharing is caring!

————-এস আর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক :

মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অনেক প্রয়োজনীয়তা মিটেছে। বিশেষ করে এই ডিভাইসটির সাহায্যে খুব দ্রুত একদেশ থেকে একদেশে আমরা খোঁজ-খবর নিয়ে থাকি। একটা সময় যখন মোবাইল ফোন ছিল না, ওই সময় কাউকে কোনো খবর জানাতে হলে একমাস বা তারচেয়ে বেশি সময় প্রয়োজন হত। কারণ ওই সময় খবরের আদান-প্রদান করা হত চিঠির মাধ্যমে। এরপর ইন্টারনেট এসে সহজ হয় যোগাযোগ।

ইন্টারনেটের পরপরই আসে মোবাইল ফোন। যা আমাদের যোগাযোগকে আরো অধিকতর সহজ করেছে। এতে শুধু মেইল বা মেসেজ নয়, অনায়াসে তার কণ্ঠ শুনে আপনি খোঁজ-খবর নিতে পারছেন। এমনকি ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতেও পারছেন। তবে প্রত্যেকটা আবিষ্কারের যেমন সুবিধা রয়েছে, তেমন রয়েছে অসুবিধাও।

আপনি যখন কোনো ফোন ব্যবহার করবেন তখন আপনার নাম্বারটি সকলের কাছে পরিচিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল, একটি ফোন থাকা মানে সেখানে পরিচিত-অপরিচিত মানুষের কল আসা। আপনারও সেটি আসবে। এর মাধ্যমে ফোনে অপরিচিত নম্বর এসে হয়রানির শিকারও হবেন আপনি। একটি ফোনে এমন এমন নাম্বার থেকে কল আসবে, আপনি বুঝেও উঠতে পারবেন না, কে সে? এই সময় আপনি কী করবেন?

আধুনিক সময়ে এসে তা নিয়ে ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ আধুনিক প্রযুক্তির যুগে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে পারবেন। আর পরিচয় জানা মানে ডিস্টার্ব থেকে নিজেকে রক্ষা করা। কিন্তু কীভাবে সেটা? অনেকেই এই নিয়ম জানেন আবার অনেকেই জানেন না। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই লেখা। আজ আমি পাঠক বন্ধুদের জানাবো, কীভাবে খুব সহজে একজন অপরিচিত মানুষকে চিনতে পারবেন।

তবে অপরিচিত মানুষটিকে চিনতে হলে আপনার দরকার হবে একটি স্মার্ট ফোন আর তার মোবাইল নম্বর আর কিছু অ্যাপ্লিকেশন। তাহলে খুব সহজেই আপনি বের করতে পারবেন সে মানুষটিকে। চলুন মোবাইল নাম্বার দিয়ে অপরিচিতের পরিচয় কীভাবে বের করবেন, জেনে নেয়া যাক। প্রথমে এই কাজের জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে-স্টোরে। সেখানে রয়েছে কিছু মোবাইল ট্র্যাকিং অ্যাপস। এছাড়াও রয়েছে কিছু ওয়েবসাইট। এই অ্যাপ এবং সাইটগুলো মোবাইল নাম্বারটি ট্র্যাক করে, সেটি কার নাম্বার খুব সহজেই জানিয়ে দিতে পারে।

True caller (ট্রু কলার)

ট্রু কলার হলো একটি মোবাইল ট্রাকিং অ্যাপ। এর মাধ্যমে আপনি সহজেই একজন অপরিচিত মানুষকে চিনতে পারবেন। আর এই কাজের জন্য এটি খুব জনপ্রিয়। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি খুব সহজেই পাওয়া যায়। প্রথমে অ্যাপটি আপনি আপনার মোবাইলে ফোনে সেভ করে নিন। এরপর এটি ইন্সটল হয়ে গেলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে সেটি কার নাম্বার। যদি সেই নাম্বারটা আপনার ফোনে সেভ থাকে তাও সে জানাবে, আর না থাকলেও সে জানাবে। অ্যাপটি মূলত ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে নাম্বারটি ট্র্যাক করে। তাই এর জন্য আপনাকে সব সময় মোবাইলে ইন্টারনেট সংযোগ রাখতে হবে।

Whoscall (হুসকল)

হুসকল হল ট্রু কলার এর মত একটি অ্যাপ। এটি ট্রু কলারের বিকল্প অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে খুব সহজেই পাওয়া যায়। প্রথমে ঠিক আগের মত এটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। এরপর একইভাবে অ্যাপটি আপনাকে অপরিচিত ব্যক্তির পরিচয় জানাতে সক্ষম হবে। এই অ্যাপটি ২০১৯ সালে প্রথম বাজারে আসে। জানা গেছে, এখনো পর্যন্ত এটি প্রায় ৭০ মিলিয়নের বেশী ডাউনলোড হয়েছে। এই অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি ভুয়া কলকে ব্লক করে দিতে পারে অনায়াসে।

Find and Trace (ফাইন্ড এন্ড ট্র্যাক)

ফাইন্ড এন্ড ট্র্যাক। এটি কোন অ্যাপ নয় এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে কোন নাম্বারের তথ্য বের করে দিতে পারে খুব সহজেই। শুধুমাত্র নাম্বার নয়, অজানা গাড়ির নাম্বার, অজানা ল্যান্ডলাইনের নাম্বার, অজানা পিনকোড, এসটিডি, আইএসডি কোডসহ ইত্যাদি খুঁজে বের করতে পারে এটি অনায়াসে। সাইটটিতে ঢুকে আপনার সেই মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি সেই মোবাইলের অনেক তথ্যই পেয়ে যাবেন। তবে এই ওয়েবসাইটটিতে আপনি কলারের নাম সব সময় খুঁজে নাও পেতে পারেন। তারপরেও এই সাইটটি বেশ জনপ্রিয়তার সঙ্গে কাজ করে আসছে। আপনি চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন।

Mobile Number Locator (মোবাইল নম্বর লোকেটর)

মোবাইল নম্বর লোকেটর হল একটি ট্র্যাকিং অ্যাপ। এর জনপ্রিয়তাও খুব বেশী। এই অ্যাপের সাহায্যে অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানা যায় খুব সহজেই। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই পরিচালনা করা যায়। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপটি। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দিতে সক্ষম।