১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় অপহৃত দুই জেলে উদ্ধার – দস্যু আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
ভোলায় অপহৃত দুই জেলে উদ্ধার – দস্যু আটক

Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোলার মেঘনায় অপহরণের ২৪ ঘণ্টা পর ২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটক করা হয়েছে এক দস্যুকে।

 

সোমবার দিনগত রাতে মেঘনার ভোলার চর নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া জেলেরা হলেন- লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীহাট এলাকার মনির ও করিম। আটক দস্যুর নাম সাজু, তার বাড়ি সদরের রাজাপুর ইউনিয়নে।

 

কোস্টগার্ড জানিয়েছে, গত শনিবার মেঘনার বঙ্গের চর পয়েন্টে মাছ ধরার সময় একদল দস্যু দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহৃতদের উদ্ধারে মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে সোমবার কোস্টগার্ডের একটি দল ইলিশা পয়েন্ট থেকে দস্যু সাজুকে আটক করে।

 

পরে তাকে জিজ্ঞাসাবাদের পর অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নামলে দস্যুরা পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানা থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের সদস্য দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দস্যুকে মঙ্গলবার ভোলা থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।