২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় কম্বিং অপরেশনে পোড়ানো হলো লক্ষ টাকার নিষিদ্ধ জাল

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
আনোয়ারায় কম্বিং অপরেশনে পোড়ানো হলো লক্ষ টাকার নিষিদ্ধ জাল

Sharing is caring!

খালেদ মাহমুদ হাসান, আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে চলমান বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে মোবাইল কোর্ট।জব্দকৃত নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫০০০ মিটারের মতো ৫টি বেহুদী জাল।
সোমবার (১৩ জানুয়ারি) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করনের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১থেকে দেড় লক্ষ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়ানো হয়।অপরেশনে আরো উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক,মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে কোস্ট গার্ডের সদস্যরা।