১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকের কালারুকা সেভেন স্টার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
ছাতকের কালারুকা সেভেন স্টার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Sharing is caring!

মোঃ আলী ইমরান, ছাতক থেকে :

ছাতকের কালারুকা ইউনিয়নে সেভেন স্টার কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রবিবার (১২ জানুয়ারি) কালারুকা পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ[স্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

 

এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিশপ্ত মাদক থেকে বেরিয়ে আসতে খেলাধূলার বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি অংশ নেবে ততটাই তাদের মন মানসিকতা আরো ভাল হবে।

 

শারিরীকভাবে সুস্থ হবে এবং নিজেদেরকে আরো বেশি করে তৈরী করতে পারবে।

 

তিনি আরও বলেন, খেলাধূলার মাধ্যমে সারাবিশ্বে সহজেই পরিচিত হওয়া যায়। তাই ভালো খেলোয়ার তৈরী করার জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার প্রাথমিক পর্যায় থেকে মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধূলার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন।

 

সেভেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ হৃদয়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

 

এসময় উপজেলার যুবলীগের সহ-সভাপতি আবু হানিফা সায়মন, ইউপি সদস্য কবির আহমদ, আবু শাহাদাত দুলাল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ছানাউর রহমান লাল, প্রবাসী খলিলুর রহমান কালন, স্থানীয় তারু মিয়া, শরীফ আহমদ চাঁদ, বাবলু মিয়া, দিলবর আহমদ, জাহাঙ্গির আলম, সদর মিয়া, এমরান আহমদ, রিমন আহমদ, আফজাল হোসেন, মিলন মিয়া, জুবেল আহমদ, সাজন আহমদ, আলী হোসেন, রিমু আহমদ, ফয়সল আহমদসহ ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।