১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির কাঠালিয়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে এতিমখানা’র ভবন ভাংচুর

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
ঝালকাঠির কাঠালিয়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে এতিমখানা’র ভবন ভাংচুর

Sharing is caring!

 

সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে এতিমখানা’র ভবন ভাংচুর উপেক্ষা করে দক্ষিণ চেঁচরী গ্রামের আব্দুল মুত্তালিব তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা’র ভবন ভাংচুর ও ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে প্রতিপক্ষ মোশারেফ হোসেন জমাদ্দার ও তার লোকজন এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি লিখিতি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার পরিচালক এম আর মালেক।

অভিযোগে জানাগেছে, বুধবার রাতে স্থানীয় মো. মোশারেফ হোসেন জমাদ্দার, বেল্লাল তালুকদার, শহীদুল ইসলাম জমাদ্দার ও মো. রিপন জমাদ্দারসহ তাদের ১৫/২০ ভাড়াটিয়া লোকজন নিয়ে মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ও পিলার ভাংচুর ও ক্ষতি সাধন করে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিভিন্ন সময় মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধের জেরধরে মাদ্রাসা ও এতিমখানার ক্ষতি করে আসছে এ চক্রটি। মাদ্রাসা পরিচালকের দাবি ২০০৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এবং দ্বীনি শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। ইতিপূর্বে জমিজমা সংক্রান্ত কারনে মোশারেফ হোসেন সহ অন্যদের বিরুদ্ধে ৩টি মামলা সি আর ১২৭/২৯, জি আর ৯২/১৯ এবং এম পি ২৫৭/১৯ চলমান রয়েছে। আদালতের এ নির্দেশ অমান্য করে অভিযুক্তরা পেশিশক্তি বলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে লোহার রড ও হামার দিয়ে মাদ্রাসা ভবন ভাংচুর কার্যক্রম চালায়।
তবে মোশারেফ হোসেন জমাদ্দার মাদ্রাসার দেয়াল ও পিলার ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসার দেয়াল নরমাল যে কারণে এমনিতেই ভেঙ্গে গেছে। এছাড়া আমার ভাইর সম্পাত্তি ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বেক মাদ্রাসার নামে লেখে নিয়েছে এবং আমার জমি ও জোর করে নিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি আমাদের নামের ৩/৪টি মামলাও করেছে মালেক।