১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

মুমিনুল-মেহেদীর রেকর্ড জুটি, ঢাকার বিশাল স্কোর

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
মুমিনুল-মেহেদীর রেকর্ড জুটি, ঢাকার বিশাল স্কোর

Sharing is caring!

ক্রীড়া ডেস্ক : বিপিএলে চতুর্থ উইকেটে মুমিনুল হক সৌরভ ও মেহেদী হাসান রেকর্ড ১৫৩ রানের জুটি গড়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর পেয়েছে ঢাকা প্লাটুন।

 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হওয়া লীগ পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে তামিম ইকবাল, এনামুল হক বিজয় ও জাকের আলীর উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। এরপর মুমিনুল আর মেহেদীর ব্যাটিং ঝড়ে দিশেহারা হয়ে যান খুলনা টাইগার্সে তারকা বোলার মোহাম্মদ আমির, রবি ফ্রাঙ্কলিঙ্ক, শফিউল, শহিদুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা।

 

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৯১ রান করেন মুমিনুল। তার ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো। বিপিএল সপ্তম আসরে এটা মুমিনুলের দ্বিতীয় ফিফটি। সবশেষ পাঁচ ম্যাচে ২৪.৬ গড়ে ১২৩ রান করা মুমিনুল এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান। টেস্ট স্পেশালিস্ট তকমা লেগে যাওয়া এই ক্রিকেটার যে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অসাধারণ ব্যাটিংয়ের সক্ষমতা রাখেন, তার একটি জ্বলন্ত উদাহরণ তিনি নির্বাচকদের সামনে রাখলেন।

প্রত্যাশার চেয়েও ভালো খেলা মেহেদী হাসান ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাদ পড়েছিলেন। আজ তিনি মাত্র ৩৬ বল খেলে ৩ টি চার ও ৫ ছক্কার মারে ১৮৮.৮৮ স্ট্রাইক রেটে ৬৮ রান করে অপরাজিত থাকেন। চলতি বিপিএলে এটি তার তৃতীয় ফিফটি। এর আগে ৫৬ ও ৫৯ রানের ইনিংস খেলেন মেহেদী।

 

খুলনার পক্ষে রবি ফ্রাইলিংক ২টি ও মোহাম্মদ একটি উইকেট লাভ করেন।