১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

নিতপুর প্রিমিয়ার লীগ NPL FINAL- 2020

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
নিতপুর প্রিমিয়ার লীগ NPL FINAL- 2020

Sharing is caring!

আবু রায়হান,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশার নিতপুরে আজ ১১-০১-২০২০ শে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ। উক্ত খেলার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মওদুদ আহম্মেদ এর উপস্থিতিতে খেলা শুরু হয় বিকেল ৪:০০ টায়। উক্ত খেলা পরিচালনায় ছিলেন মোঃ শাহিনুর রহমান শাহিন ও মোঃ জয়নাল ইসলাম।ইংরেজী সালের পহেলা জানুয়ারি তে খেলা শুরু হয় তিনটি দলের,১/লাকি, ২/তরুন,৩/টাইগার। তরুন দল ছিটকে গেলেও ফাইনালে লাকি ও টাইগারের লড়াইয়ে, লাকি দল জয়ী হয়। এবং পরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গ্রামের,কিছু মাথা গণ্যমান্য ব্যক্তিরা। পরে কিছু প্রীতি উপহার তুলে দিয়ে, রানার্সআপ এর খেলোয়ার রেজাউল কে চেক প্রদান করেন। এবং জয়ীদলকে কাপ দিয়ে, সামনে আরও ভাল খেলার পরামর্শ দেন,উক্ত খেলার সভাপতি।