Sharing is caring!
মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীতে অভিযান চালিয়ে হত্যা ও মাদকসহ ৯ মামলার আসামিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
নগরীর তাজহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম শাহারুল ইসলাম।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটনের উপকমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট এলাকায় আসামির নিজ বাড়ি থেকে বিদেশি রিভলভার ও মাদকসহ তাকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসায়ী কাওসার ওরফে বাবুকেও গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।