১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

Sharing is caring!

কৃষ্ণা শর্মা-কমলগঞ্জ (উপজেলা) প্রতিনিধি:-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক, স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জানুয়ারি শনিবার
উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে সকাল ১০ ঘটিকায় সকল শ্রেণী পেশার মানুষ জনদের কে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।উপজেলা চত্ত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মডেল উচ্চ বিদ্যালয় এসে শোভাযাত্রাটি শেষ হয় ।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, দর্শন,চিত্রাংকন প্রতিযোগিতা বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলাম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এসএম আজাদুর রহমান,পৌর মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক জুয়েল আহমদ,আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানোয়ার হোসেন,কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) সুধীর চন্দ্র দাস, এছাড়াও প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ উপজেলা ছাত্রলীগ যুবলীগ এবং বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।