১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সাংবাদিক রুহুল কুদ্দুসের পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের  শোক।

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
সাংবাদিক রুহুল কুদ্দুসের পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের  শোক।

Sharing is caring!

 

বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউ এজ ও সময়ের খবর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমের পিতা আলহাজ্ব আলী হোসেন মোড়ল শনিবার ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে অবস্থিত মরহুমের নিজম্ব বাসভবন সংলগ্ন মোড়ল বাড়ি ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম
সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।