Sharing is caring!
ছবি – শরিফুল ইসলাম।
এম এ হাসান,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম কে প্রায় ২ কোটি টাকা সহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক এর দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ঘুষ ও দুর্নীতির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এর একটি দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পিআইও তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালানো হয়। এসময়, তার অফিসে কিছু না পাওয়া গেলেও, তার সরকারি আবাসিক বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
সূত্র আরো জানান, উক্ত অভিযান ও আটকের সময় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।