Sharing is caring!
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ
ভুল অপরেশনের অভিযোগে মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিৎসক ডাঃ নন্দ দুলালের ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান রায় দেন। তবে সাজাপ্রাপ্ত ডাক্তারের পক্ষের আইনজীবী একই আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় ডাক্তার নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে মাগুরা হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের অস্ত্রপচারের সময় মুত্রনালি কেটে ফেলেন।
ডাক্তারের ভুল অস্ত্রপচারের কারনে সালমা খাতুন পঙ্গু হয়ে গেলে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদি হয়ে আদালতে মাগুরা-জে আর-৩০০ মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে ডাক্তার নন্দ দুলাল তার ভুল স্বীকার করেন। পরে আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ডাক্তার নন্দ দুলালকে ১ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।
আসামী পক্ষের আইনজীবি কুমুদ রঞ্জন জানান, আপিলের স্বার্থে একই আদালতে আসামীর জামিন আবেদন করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান তা মঞ্জুর করেছেন।
উল্লেখ্য মাগুরায় দীর্ঘদিন ধরে কিছুসংখ্যক অপচিকিৎসক নিয়মিতভাবে অপচিকিৎসা করে যাচ্ছে কিন্তু প্রতিবারই স্থানীয় রাজনৈতিক ভয়-ভীতি ও টাকার প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে। ডা: নন্দদুলাল এর এই বিচার জনমনে স্বস্তি বয়ে আনবে বলে সাধারণ জনগণের বিশ্বাস।