Sharing is caring!
মো: আবুল হাশেম, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উন্নয়ন খাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষুদ্র মেরামত, টয়লেট মেরামত, উপবৃত্তি, ও প্রাক প্রাথমিক এর টাকা আত্মসাত করেছে প্রধান শিক্ষক। সম্প্রতি একটি বিদ্যালয়ের এসএমসি সদস্য ও সভাপতির স্বাক্ষরিত অভিযোগে এসব তথ্য পাওয়া গেছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর দায়েরকৃত অভিযোগে উল্লেখ রয়েছে, প্রধান শিক্ষক এসএমসি সভাপতি ও সদস্যদেরকে কোন ধরনের জবাব দিহিতা করছে না। প্রধান শিক্ষক নিজেরমত করে বিদ্যালয় উন্নয়নের অর্থ ব্যয় ভাউচার তৈরি করছে। এর ফলে বিদ্যালয়গুলোতে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। উপজেলার রুপুসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ উঠেছে। রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য পিন্টুর অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ঠিকমতো ক্লাশে উপস্থিত থাকেন না। ২০১৭-১৮ ও ২০১৮-২০১৯ ইং সালের ক্ষুদ্র মেরামত, লয়টেল মেরামত এবং প্রাক প্রাথমিক বাবদ বরাদ্দকৃত সাত লাখ টাকার কাজে, ঠিকাদারের সাথে আতাত করে; নামেমাত্র কাজ করে অর্ধেক টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া ২০১৮-২০১৯ অর্থ সালে দরিদ্র ছাত্রদের উপবৃত্তির একত্রিশ হাজার আটশত টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষক আ: মুবিন তার বক্তব্যে বলেন, উপবৃত্তির টাকা তার কাছে রক্ষিত আছে। দূর্গম যোগাযোগের ফলে ছাত্রদের কাছে টাকা পৌঁছানো হয়নি। অন্যান্য অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, এসব অভিযোগ তাদের কাছেও গেছে। অভিযোগ এর সত্যতা যাচাই হচ্ছে বলে তিনি জানান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।