১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় জাটকা ও লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দখালেদ মাহমুদ হাসান

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
আনোয়ারায় জাটকা ও লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দখালেদ মাহমুদ হাসান

Sharing is caring!

খালেদ মাহমুদ হাসান আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করা হয়।এতে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করছে মোবাইল কোর্ট।নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল, বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা।সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ- পুলিশের সদস্যরা।