Sharing is caring!
স্মৃতিরপলকে রঙিনজীবনে
– কবি ডা.মিজান মাওলা-
রচনা কাল- ২০ ইং ডিসেম্বর ১৯ ইং
আমার প্রাণ বায়ুটা
যখন উড়ে যাবে,
যখন তখন আমার বিদাইয়ের
ঘন্টা বেজে যাবে।
সবাই হয়তোবা আমাকে দেখে
মাটি এটে বিদায় নিবে,
দেহো আমার পচে যাবে হাড় হাড্ডি
রক্ত মাংস মিশে যাবে।
হয়তোবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
লেনাদেনা চুকে নিবে,
হয়তোবা আমার পণ
গুলো রয়ে যাবে।
কিছু কর্ম কিছু স্মৃতি যদিও
উহা পরে চোখে,
হয়তো ভালো নয়তো মন্দ
বলাবলি করবে লোকে।
আমার পথচলা টা হয়তোবা জীবন
বাঁচাতে একটি ছকঁ আঁকবে,
তাই আমি সবারি কাছে চাই যে দোয়া
যার আদর্শে আমার কবিতায় লিখবে।
আমার ছড়া কবিতা আদর্শগত
বাণী কারোর অনুসরণে,
হতেও পারে আমার জীবন বাঁচানোর
সমীক্ষায় মহাকালের নাযাতের বরণে।
কতো শত ভালোমন্দ স্মৃতির
পলকে নকশা উল্কিত,
চাচলনের রঙিন জীবনে ভাটা জোয়ারের খেলায় উৎকন্ঠিত।
জীবন চলে যাওয়ার বেলা দোলাদিবে
ধর্মেকর্মে আচার আচরণে
সবই যেনো হবে উম্মুক্ত,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাতি জ্ঞাতি
সকলেই হবে সম্পর্কে বিভক্ত।
সেই সময়ে পঞ্চঈন্দ্রীয় শক্তি
হবে নিস্তেজ নিস্তব্ধ,
আমার সকল শক্তি কর্ম অসহায় দুর্গন্ধে
হবে ধুলিসাৎ চিরতরে আমি নিঃশব্দ।
বিভীষিকাময় রঙিন জীবনে
স্মৃতিরপলকে হবে হরণ,
আমাকে সাদা কাপড়ের মোড়ালে
কফিনে করবে বরণ।
পরিবর্তন শুধু ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থে
হবে আমার চিরন্ত নির্বাসন,
সেখানে দুনিয়ার সকল রঙীন জীবনের
স্মৃতিচারণ হবে উম্মুক্ত উম্মোচণ।
পড়ো পাড়ের সেইদিন সাদা কালো
পদাতিক চিহ্ন অঙ্কিত হবো,
ভবজগতের আমলের পাবো
সঠিক প্রাপ্তিতে চলে যাবো।