২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরের হাবীবপুরে রাস্তার নির্মান কাজে এলাকাবাসীর বাধাঁ

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
কালিয়াকৈরের হাবীবপুরে রাস্তার নির্মান কাজে এলাকাবাসীর বাধাঁ

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর হাবীবপুর এলাকায় সরকারী রাস্তায় নির্মান কাজ চলাকালে মাস্টার রোলের ১০০ ফিট রাস্তা বাদ রেখে অন্যদিকে রাস্তায় নির্মান চলাকালে এলাকাবাসীর বাধাঁ।এলাকাবাসী সূত্রে যানাযায় ১৯৯৮১ ইং সালে থেকে ব্যবহৃত কালিয়াকৈর পৌরসভাধীন সফিপুর আনসার একাডেমী ঢাকা- টাঙ্গাইল মহসড়কস্থ তিন নাম্বার গেইট হাবীবপুর এলাকা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হওয়ায় পৌরসভা এবং মৌচাক ইউনিয়ন এর অন্তর্ভুত অবশেষে নির্মান কাজের অনুমতি পেয়ে কতৃপক্ষ নির্মান কাজ শুরু করে।কিন্তুু হাবীবপুর এলাকায় আবুল ডাক্তার এর দোকানের সামনে হতে মৃত সাইফুল তালুকদারের বাড়ি পর্যন্ত ১০০ ফিট মাস্টার রোলের রাস্তা রেখে বিপরিত দিক থেকে রাস্তা নেয়ায় রাস্তা নির্মান কাজে বাধাঁ প্রধান করে এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে জনাব বাবুল মিয়া জানান ১৯৮১ ই সালের থেকে সরকারী ম্যাপ অনুযায়ী যে রাস্তা ব্যবহৃত হয়ে আসছে সে রাস্তা রেখে অন্যদিকে রাস্তা নেয়ায় এই বাধা প্রদান করে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি মাস্টার রোলের রাস্তা দিয়েই নির্মান কাজ করতে হবে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েক অভিযোগ পত্র দাখিল করা হয় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।