Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু
নদী তোমাকে ভালোবাসতে গিয়ে
আমার অরন্য কে হারিয়েছি
তবুও তুমি শান্ত হতে পারনা
অামার অস্থিরতা কে পুঁজি করে
রোজ ভাঙ্গা গড়ার স্বপ্ন দেখো
কেন এমন জানতে ইচ্ছে করে
তুমার শ্রাবনে প্লাবিত হইনি বলে
হুংকার দিয়ে জানিয়ে দিলে
তুমি আমি অতিতের ছড়াছড়ি।
ভুল গুলো সব, সুদ্রে নেবার কথা বলে
রোজ আড়ালে মুখ লুকায়।
নদী তোমার কাছে প্রশ্ন করে, যানি কোন লাভ নেই
তুমি তো এপার ওপার নিয়ে ব্যস্ত।
ঋতু
০৬-০১-০২০ ইংরেজি খ্রীস্টাব্দ