Sharing is caring!
শেষ সম্বল
“জাহিদুল ইসলাম জাহিদ”
জানিস তোর একটা ফটো আছে আমার কাছে,
ওটাই এখন আমার শেষ সম্বল।
সমস্ত রাগ-অভিমান ওকেই জানাই,
কিন্তু ও কোনো উত্তর দেয়না!
তোর মত ঝগড়াও করে না,
শুধু মায়াবী চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমার দিকে।
আমি হয়তো তোকে বাড়ি-গাড়ি টাকা-পয়সা কিছুই দিতে পারতাম না।
দেয়ার মতো যেটা ছিলো, সেটা হলো ভালোবাসা,
কিন্তু বাস্তবটা অনেক কঠিন রে।
রোজ রাতে তোর কথা মনে পরতেই, বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠে।
চোঁখের পানিকে বলতে হয়, নিজের থেকেই ঝড়তে থাকে।
বাদ দে সে সব কথা,,,,
এই পোড়া কপালের কথা তোকে শুনিয়ে কষ্ট দেবো না,
মোবাইল টাই এখন আমার সঙ্গি,,,,
সকাল-বিকাল-রাত সব সময় হাতের কাছে ওকেই পাওয়া যাবে,
কারন সেটা যে তোর টাকার কেনা।
তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো,
তুই সুখে থাকলেই আমার আনন্দ,
আচ্ছা, তোর সেই নতুন মানুষটা ঝগড়া করে,
গল্প করে তোর সাথে রাতের পর রাত।
তুই কাঁদলে চোঁখ মুছে দেয়, আচ্ছা সে কি আমার থেকে বেশি ভালো বাসে।
বাকি অংশ পরের সপ্তাহে……