1.গেমসটি খেলতে হলে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে
2.আপনাকে ভালো মানের মোবাইল বা কম্পিউটার লাগবে
🔴এবার আসি এই খেলাটি মুলোত কি তার ব্যাখ্যা নিয়ে
খেলাটি হলো ভিডিও গেমস এর মতো যেখানে,প্রথমে খেলোয়ার একাউন্ট খুললে তাকে একটি বিমানে করে 50 জন এর একটি দল কে একটি নির্দিষ্ট এলাকার মধ্যো ছেড়ে দেওয়া হয়,ছেড়ে দেওয়ার পর,তারা বন্দুক ও বিভিন্ন অস্ত্র নিয়ে মোকাবিলা শুরু করে, ও এক এক করে সব খেলোয়ার মারা যাবার পর যে টিকে থাকবে সেই হবে বিজয়ী,আর এ গেমসের সবচেয়ে বড় ফিচার হলো আপনি একা, দুইজন,অথবা চারজনকে নিয়ে দলগতভাবে খেলা যায়.ও খেলার সময় দলের সবার সাথে কথা বলা ও যায়,
◼এবার আসি এর কুফল নিয়ে
এই গেমসের উপকার নেয় বললেই চলে,আছেত শুধু ক্ষতি,কারন এ গেমসটি একটানা প্রায়[1/2] ঘন্টা খেলা হয় একবার লগ ইন করলে, যার দরুন, আমাদের চোখের উপর পরতে পারে মারাত্নক সমস্যা,সাথে ত,মাথা ব্যাথার মতো জটিল সমস্যা ত,আছেই.তারপর, কেউ যদি দৈনিক 1/2 ঘন্টা খেলে এই ফ্রি ফায়ার তাহলে সে নিশ্চিত এর আসক্তিতে জড়িয়ে পরবে,আর গেইমস এর প্রতি আসক্তি যে কত খারাপ, যাদের সন্তান এটিতে আক্রান্ত হয়েছে.শুধু তারাই যানে,এই ধরনের আসক্তি থেকে মৃত্যু হয় এমন খবর ও আমরা সচরাচর দেখিও,
▪তাই,আমাদের উচিত,আমাদের সন্তান,ভাই,বোনদের এই ধরনের গেইমস থেকে মুক্ত রাখা, তাহলেই তারা ফিরে পাবে সঠিক পথের দিশা. আজ এ পর্যন্তই অন্যদিন আবার কথা হবে অন্য কোন টেক রিলেটেড বিষয় নিয়ে,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন.