Sharing is caring!
*** একাকিত্ব ***
চোখে এখন আর জল আসেনা কত কাঁদি-!!!
কত একা বসে থাকি-???
কিন্তু কান্নার আর শেষ হয় না,
কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে,জলের রাশি।
তাইতো এখন আর রোমাল দিয়ে চোখ মুছতে হয় না…।।।
তুমি অনেকটা পরিবর্তন হয়ে গেছো একথা এখন আর মনে করতে হয় না-!!!
কারণ তুমি আমাকে ভুলে গেছো-।।।
চোখের সামনে সবসময়ই ভেসে ওঠে তোমার ছবি,
যে ছবি এখন আর রং তুলি দিয়ে আঁকতে হয় না…।।।
হৃদয়ের ঝরানো সে রক্ত দিয়ে আঁকা তাই,শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না…।।।
শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না,
কারন বনের পাখি এখন আর গান গায় না-!!!
ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না
ভোমরাও নাকি এখন আর ফুলের বাগানে আসে না,
তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না…।।।
কি হয়েছে তোর-???এ প্রশ্নের উত্তর দিতে হয় না
কারন,চোখে এখন আর জল আসেনা
তাইতো রোমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না…।।।
কৃষ্ণা শর্মা –
০৪/০১/২০২০ইং