২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২০
কবিতা

Sharing is caring!

কবিতা

★★★ কৃষ্ণা শর্স্মা ★★★

ঝরো ঝরো ঝরছে বৃষ্টি,
অঝরে,,,এই প্রভাত বেলা।
বসে বসে আমি ভেবে যাই
কি হবে উপায়,,,

ঝরছে বৃষ্টি এই পরভাতে-!!!

অতীত আমার স্মৃতিময়
চোরাবালিতে ঘেরা বর্তমান
ভবিষ্যৎ আমার ফাঁকা
ভাবছি বসে একা।

যেখানে,,,
বিশ্বাস আর সম্মান আহত,
সেখানে,,,
আমি নিতান্তই নিহত।

ঝরো ঝরো ঝরছে বৃষ্টি,
অঝোরে,,, এই সুমধুর ভোর বেলা-।।।