১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সচিববৃন্দের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সচিববৃন্দের শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন মন্ত্রনালয়ের নবনিযুক্ত দশ জন সচিব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন তারা।এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রওনক মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আলি নুর, গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ওহিদুল ইসলাম, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহমেদ, রেক্টর বিসিএস প্রশাসন একাডেমির সচিব রওনক জাহান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক প্রমূখ উপস্থিত ছিলেন।