২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১ যুগ পার করছে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৯

Sharing is caring!

মোঃ রাজু আহাম্মেদ শৈলকুপা উপজেলা প্রতিনিধি

হাটি হাটি পা পা করে ১ যুগ পার করতে যাওয়ায় এবার একটু ভিন্ন সাজে সজ্জিত হতে যাচ্ছে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় এবারও এ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন কিন্ডার গার্টেন, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে।
ফাউন্ডেশনের সদস্য সচিব স্বপন বাগচী জানান, এবছর ১২১ টি প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে বুধবার সকাল ১০টা থেকে এ পরিক্ষা শুরু হয়েছে। কৃতি শিক্ষার্থীদের ৫ জনকে ট্যালেন্টপুল ও বাকি ৪৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। তবে পরিক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীই ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্কলার হিসেবে বিবেচিত থাকবে। শৈলকুপার কৃতি সন্তান বিশিষ্ট জ্বালানী বিশেষজ্ঞ ড. শামছুল আলম এ ফাউন্ডেশনের সভাপতি।

প্রয়াত শিক্ষাবিদ ড. ওয়ালিউজ্জামানের ভাগ্নে উদীচী ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কেএম শরীফ এর তত্ত্বাবধানে সদস্য সচিব স্বপন বাগচী’র পরিচালনায় সংগঠনটি শৈলকুপার শিক্ষাঙ্গনে নিবিড়ভাবে কাজ করে ১ যুগ পার করতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনটি বৃত্তি পরিক্ষার ফলাফল পরবর্তীতে যুগপূর্তি সাড়ম্বর অনুষ্ঠান পালন করার ব্যাপক প্রস্তুুতি হাতে নিয়েছে ।