Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, তত্ত্বাবধানে ওসি ডিবি শহিদুল ইসলামের একের পর এক সফল মাদক অভিযান।দিক-নির্দেশনায় ভোলা জেলা গোয়েন্দা শাখা ওসি ডিবি কঠোর হয়ে কাজ করছেন। মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সফল হয়েছেন তিনি। এক সময়ে ভোলা জেলায় মাদক নামের ভয়াল থাবা মহামারি আকার ধারণ করেছিল।
ভোলা জেলায় ওসি শহিদুল ইসলাম
যোগদানের শুরুতেই মাদক, জুয়া, সন্ত্রাসীসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, ভোলা জেলার গোয়েন্দা শাখা ডিবি ওসি মোঃ শহিদুল ইসলাম । ওসি’র যোগদানের পর থেকেই ভোলা জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের কঠোরতা চোখে পড়ার মতো। বন্ধ হয়ে গেছে ছোট-বড় জুয়ার আসর।
মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সড়ক-মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। ওসির কঠোরতায় কমেছে সব ধরনের অপরাধমূলক কাজ। মাদকের বিরুদ্ধে প্রথম থেকেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি।
মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওসি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই নেই। তাদের ধরতে সাঁড়াশি অভিযান একাধিক বার পরিচালনা করেছেন ওসি মো. শহিদুল্লাহ।
৪ নং কাচিয়া ইউপি চেয়ারম্যান আঃ রব কাজী, ও টবগী ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং ভোলা জেলার জনগন বলেন, ভোলা জেলার মাদকের বিরুদ্ধে বর্তমান ডিবি ওসি মোঃ শহিদুল ইসলাম সফল হয়ে তা রীতিমতো নিমূল করেছেন। বর্তমানে মাদক সেবীর চেহারা চোখে পড়ে না। অনেকে মাদক ছেড়ে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী বলেন, ভাইরে আর মাদক সেবন করতে জায়গা পাই না। যেখানেই খেতে বসি পুলিশ ছো-দিয়ে ধরে নিয়ে যায়। এজন্য মাদক সেবন বাদ দিয়েছি। পুলিশের কঠোর অবস্থানের কারণে মাদক ব্যবসা আর করা যায় না। এ জন্য ৪০ হাজার টাকা দিয়ে অটোভ্যান কিনে স্বচ্ছ পথে আয়-রোজগার করে সংসার চালাচ্ছি।
তারা বলেন, মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য স্ত্রী-সন্তান সবাই খুশি। সমাজের মানুষজনও এখন ভালোবাসে।
আর ওসি শহিদুল ইসলাম বলেন, এই মরন নেশা ইয়াবা, গাজা এবং অন্যান্য নেশা মানুষ থেকে একজন সাধারণত মানুষকে অমানুষে সৃষ্টি করে, তাই আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাবো যে এই ভোলার মাটি থেকে মাদক নামের নামটি যেন মানুষ ভূলে যায়। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব যতোদিন প্রজন্ত এই ভোলার মাটিতে ইয়াবা, গাজা এবং অন্যান্য মাদক দ্রব্য থাকে।