২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে নদীর তীর থেকে মাটি কাটা প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
কালিয়াকৈরে নদীর তীর থেকে মাটি কাটা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় নদীর তীরে অবৈধ মাটিকাটা রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার দুপুরে তুরাগের শাখা বংশী নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

 

এ সময় সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি মাটি কাটা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য এলাকার মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।

 

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া নদীর তীর হতে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়টি সম্প্রতি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

নদীর তীর হতে অবৈধভাবে মাটিকাটা রোধে পর্যায় ক্রমে অন্যান্য এলাকায় অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সিয়াম এন্টারপ্রাইজকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।