২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
প্রবাস জীবন

Sharing is caring!

প্রবাস জীবন
-_-_-  হেলাল আহমদ -_-_-

প্রবাস জীবন বড়ই কষ্টের
কাজ ছাড়া কিছু নাই
মাসের শেষে কাজের মুজুরী
মালিকে দেয়না ভাই।

ভোর পাচটায় উঠতে হয়
ছয়টায় কাজে যেতে কয়
রাত দশটায় ফিরতে হয়
গোসল রান্না জামা কাপর
ধৌত করতে হয়

টাকা পাঠাতে দেরি হলে
শুনতে বাবার বকুনী
বৌকে খরচ না দিলে
শুনতে হয় কত গরজ।

চোখ রাঙ্গানী মুখ ভেঙ্গানী
রাগারাগী শুনতে হয়
টাকা একটু কম পাঠালে
জুলা করছি শুনতে হয়।

বোনে বেজার ভাইয়ে বেজার
নতুন জামা কিনতে চায়
দিতে না পারলে চাহিদা পুরুন
শত কথা শুনতে হয়।

দিনের শেষে রাতের বেলা
অশ্রু সজল চোখে
অভারটাইম করে করে
ক্লান্ত দেহ বিছানায়।

হায়রে প্রবাস জীবন কষ্টের জীবন
এ দেশেও হয়রানী দেশে হেলেও হয়রানী
এয়ারপোটে হয়রানী লাগিজ চুরি করে
প্রবাসীর দুঃখ কেউ বোঝেনা বলবো আমি কারে।

কান্না চোখে ধৌত করি খানার প্লেট বাসন
পাতিল কড়াই ধৌত করি আরো জামা কাপর
ঈদের দিনেও কাজ করি দুটো বেশী টাকার আসায়
প্রবাসীর কষ্ট কেউ বোঝেনা সবাই থাকে
শুধুই টাকার আসায়।