১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মহাসড়কে ত্রাস ডাকাত সর্দার টলি সাদ্দামসহ গ্রেফতার-২

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
মহাসড়কে ত্রাস ডাকাত সর্দার টলি সাদ্দামসহ গ্রেফতার-২

Sharing is caring!

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের ত্রাস ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

 

 

মঙ্গলবার (১৭ডিসেম্বর) গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যারের নির্দেশে ও আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম(৩০), ও তার সহযোগী মো. রাব্বি (২৪)কে গ্রেফতার করি। ডাকাত সর্দার সাদ্দাম মোগড়াপাড়া এলাকার মহাসড়কে ডাকাতির লিডার হিসাবে পরিচিত। টলি সাদ্দাম বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে এবং মো. রাব্বিট বিরুদ্ধে ০৬ টি ডাকাতি মামলা রয়েছে।

 

 

গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মোজাম্মেলের ছেলে ও মোঃ রাব্বি হাবিবপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। এই ডাকাত দলটি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানা সহ মদনপুর ও গজারিয়া থানা এলাকার মহাসড়কে ডাকাতি করে জীবিকা নির্বাহ করে থাকে বলে জানা গেছে।