Sharing is caring!
কামাল হোসেন ,বেনাপোল থেকেঃ
বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬১ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত ফেনসিডিলের চালান এনে খড়িডাঙ্গা গ্রামে অবস্থান করছে। এমন খবরে
এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে তারা একটি পুটলা ফেলে পালিয়ে যায়। পরে সেখানে ওই পুটলা থেকে ৬১ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।