Sharing is caring!
খোকার স্বপ্ন
** ফকির হাসান **
শীতের পাখি শীতের পাখি
বন্দু হবে মোর ?
খেতে দেব শীতের পিঠা
সঙ্গে খেজুর গুর
দলবেধে সব ঝকের পাখি
উড়লে কিকেল বেলা
অদের দেখে থেমে গেল
আমার সকল খেলা
নীল আকাশে স্তব্দ পায়ে মেলে রঙ্গিন ডানা
কিচির মিচির ডেকে মোরে খেলতে কর মানা
নাওনা ভাই সঙ্গে তোমার ডানায় দিয়ে ভর
গানে গানে ভরিয়ে দেব তোমার ছোট্র ঘর
দাদু বলেন তোমরা নাকি মোদের অতিথি
তাইতো আজি তোমাদেরকেই দেব সকল প্রীতি
বাঠা ভরা পান দেব সঙ্গে দেব চুন
রাঙ্গিয়ে দেব টোঠটি তোমার শোননা টুনটুন
গগন জুড়ে উড়ব যখন তোমার ডানায় করে
হেসে হেসে চাঁদের দেশে যাব আমি উড়ে।