২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বাল্যবিবাহ পন্ড ভ্রাম্যমাণ আদালত ছেলের বাবাকে ১ বছরের কারাদণ্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
পটুয়াখালীতে বাল্যবিবাহ পন্ড ভ্রাম্যমাণ আদালত ছেলের বাবাকে ১ বছরের কারাদণ্ড

Sharing is caring!

এস আল-আমিন খানঁ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাল্যবিবাহ পন্ড এবং ছেলের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ প্রতিরোধে আইনের বিধিমালা অনুযায়ী ১ বছরের কারাদন্ডের নির্দেশ প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃত সালেহীন।নবম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী মোসাঃ তামান্না আক্তার (১৪),পিতাঃ মোঃ কে গলাচিপা সদর রতনদীর বাসিন্দা মোঃ কামাল খানঁ ওরফে কামাল কসাইয়ের ছেলে বায়জিত হোসেনর সাথে গোপনে বিবাহ সম্পুর্ন করা কালীন মিডিয়া কর্মীদের উপস্থিতি বাল্যবিবাহটি পন্ড হয়।এসময় মিডিয়া কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাজী তাৎক্ষণিক পালিয়ে যায়।বর নিজের পরিচয় গোপন করে সুযোগে মটরসাইকেলে উঠে পালিয়ে যায়।বিষয়টি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃত সালেহীন কে সেখানে অবহিত করলে তিনি ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রকাশনের উপস্থিতির আগেই ঘরের পিছনের দরজা দিয়ে কনে ও তার বাবা পালিয়ে যায়।সেখানে উপস্থিত হন ছেলের বাবা কামাল কসাই এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাংবাদিক ভেবে উত্তেজিত স্বরে আচরন করলে বাল্যবিবাহ প্রতিরোধে আইনের কার্যবিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত কামাল কসাইকে আটক করে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন।এসময় উভয় পক্ষ বর কনের বিবাহ পন্ডের আদেশ দেন মুসলেকা নিতে দুজনকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান।ঘটনাস্থলে মিডিয়ার আনন্দ টিভির, জাতীয় দৈনিক একুশে সংবাদ, দৈনিক বরিশাল সমাচার, জাতীয় সাপ্তাহিক অভিযোগ ও সিএনবি টিভির জেলা প্রতিনিধি, সার্ক মানবাধিকার কর্মী, এনপিএস গণমাধ্যম ও মানবাধিকারের সভাপতি উপস্থিত ছিলে।