১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে পিস্তল ফেনসিডিলসহ আটক ২

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে পিস্তল ফেনসিডিলসহ আটক ২

Sharing is caring!

আজহারুল ইসলাম সাদী ::
সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

 

গত রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের মুনজিতপুরে অবস্থিত একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে পিচ্চি রাসেল ও মাছখোলার চটপটি ব্যবসায়ী গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু।

 

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মুনজিতপুরে অভিযান চালানো হয়।

 

এ সময় নির্মাণাধীন বাড়ির পাশ থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উক্ত মাদক ও অস্ত্র ১৮/২০দিন ঐ স্থানে রাখা ছিল। কিন্তু তারা সরাতে পারছিল না। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।

 

একটি সূত্র জানায়, আটক দুই জনই সাবেক ছাত্রলীগ নেতা সাদিকের সহযোগী।